How To Protect Youtube Channel From Hackers - কীভাবে ইউটিউব চ্যানেলকে সুরক্ষিত করবেন হ্যাকিং থেকে



How To Protect Youtube Channel From Hackers - 

কীভাবে ইউটিউব চ্যানেলকে সুরক্ষিত করবেন হ্যাকিং থেকে বর্তমানে ইউটিউব চ্যানেল খুব বেশি হ্যাকিং এর শিকার হচ্ছে। অনেক বড় বড় চ্যানেল ও এর শিকার হচ্ছে। চলুন জেনে আসি হ্যাকিং থেকে বাঁচতে আমাদের চ্যানেল এর সুরক্ষাব্যবস্থার কি কি করতে পারি। 
১. ইমেল একাউন্ট দিয়ে গুগোল এর সকল সার্ভিস ব্যবহার হয়। তাই সর্ব প্রথম ইমেল একাউন্ট সুরক্ষিত করতে হবে।
 ২. ইমেল এর সাথে টু স্টেপ ভেরিফিকিশেন চালু করলে ইমেল এ কেউ লগিন করতে গেলে আপনার ফোনে নটিফিকিকেশন যাবে। এতে আপনার ইমেল সুরক্ষিত থাকবে।
৩. চেক করুন অপরিচিত বা আপনার নয় এমন ডিভাইসে ইমেল কানেক্টড আছে কি না।
৪. স্পনসার হতে চাই বলে হ্যাকার আপনাকে মেইল দিয়ে কোন লিংক এ গিয়ে আপনার চ্যানেল লগিন করতে বলতে পারে। এসব কাজ থেকে বিরত থাকুন।

৫. ক্রাক সফটওয়ার রান হতে বেশির ভাগ সময় ভাইরাস ব্যবহার হয়। যা আপনার কম্পিউটারের তথ্য চুরি হতে পারে। এটা হতে বিরত থাকুন।

এছাড়া আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন সিকিউরিটি ব্যবস্থা কেমন হওয়া উচিত। 
আমাদের সাথে কানেক্ট থাকতে সাবস্ক্রাইব এ ক্লিক করুন এবং সবার আগে আপডেট পেতে বেল বাটনে ক্লিক দিন। নতুন নতুন তথ্য পেতে চোখ রাখুন আমাদের সাইটে।
How To Protect Youtube Channel From Hackers - কীভাবে ইউটিউব চ্যানেলকে সুরক্ষিত করবেন হ্যাকিং থেকে How To Protect Youtube Channel From Hackers - কীভাবে ইউটিউব চ্যানেলকে সুরক্ষিত করবেন হ্যাকিং থেকে Reviewed by smrity computer on 19:23 Rating: 5
Powered by Blogger.