Zoom এর বিকল্প নিয়ে Facebook নতুন ফিচার Messenger Rooms

একসাথে ৫০ জনকে কানেক্ট করা যাবে এমন সেবা নিয়ে আসল Facebook নাম Messenger Rooms। Facebook নানা সময়ে নতুন ফিচার এনে সবাইকে চমক দেয়। তারই ধারাবাহিকতায় নিয়ে আসল নতুনে এই সেবা। এক সাথে ৫০ জনের সাথে Group ভিডিও কলে সংযুক্ত হওয়া যাবে Messenger Rooms অ্যাপ এর মাধ্যমে আছে আরও অনেক কিছু।

মুলত Zoom এর বিকল্প হিসেবে এটা বাজারে এনেছে  Facebook। বহুলভাবে বর্তমান সময়ে ব্যবহৃত হচ্ছে  Zoom এর ব্যবহার। ব্যবসা বানিজ্যের মিটিং , পড়াশুনা থেকে শুরু করে সকল কাজে Zoom এর ব্যবহার হয়ে আসছিল। Zoom এর মাধ্যমে এক সাথে ১০০ জনের ভিডিও কলিং এর পাশাপাশি চ্যাটিং ও করা সম্ভব । কিন্তু বর্তমানে অনেকেই এর সিকিউরিটি সমস্যার কথা জানিয়ে আসছেন। হ্যাকিং এর সমস্যাতে পড়তে হচ্ছে এর গ্রাহকদের।

Facebook Messenger Rooms

ফেসবুক জুম এর বিকল্প সেবা নিয়ে হাজির হল যার সাথে আছে ফেসবুক এর সিকিউরিটি। Messenger Room এ গ্রাহকে সর্বচ্চো সিকিউরিটি দিতে কাজ করছে ফেসবুক।

ZooM vs Messenger Room-

Zoom অ্যাপ এর ব্যবহারকারীর সংখ্যা পৃথিবী জুড়ে অনেক। তবে বর্তমানে স্প্যামারদের কবলে পড়ে অনিহা তৈরি হচ্ছে গ্রাহকদের মাঝে। অফিসিয়াল কাজে ব্যাপক ভাবে ব্যবহার ভিডিও কলিং ও কনফারেসিং অ্যাপ হচ্ছে। তাই এই চাহিদার কারনে Facebook তাদের এই সেবা নিয়ে আসল। কলিং কোয়লিটির দিক দিয়েও Messenger Room পেছনে ফেলেছে  Zoom অ্যাপকে।

Facebook এখনো সবার জন্য অ্যাপটি উম্মুক্ত করে দেয়নি। খুব শিঘ্রই এটি Play store এবং App store এ সবার জন্য উম্মুক্ত করবে Facebook।

Zoom এর বিকল্প নিয়ে Facebook নতুন ফিচার Messenger Rooms Zoom এর বিকল্প নিয়ে Facebook নতুন ফিচার Messenger Rooms Reviewed by smrity computer on 23:09 Rating: 5
Powered by Blogger.