ফেসবুক বাংলাদেশে নিয়ে এল Messenger kids
জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্রতিষ্ঠান ফেসবুক বাংলাদেশেও উন্মুক্ত করল শিশুদের উপযোগী ম্যাসেজিং প্লাটফরম ম্যাসেঞ্জার কিডস। ফেসবুক কর্তৃপক্ষের হিসাবমতে এ পর্যন্ত বাংলাদেশসহ মোট ৭৫ টি দেশে একসাথে এ সার্ভিসটি চালু করা হচ্ছে।
কোভিড-১৯ পরিস্থিতিতে লকডাউনের কারণে অধিকাংশ মানুষই বাড়িতে থাকায় ম্যাসেঞ্জার কিডস সেবাটি জনপ্রিয় করে তুলতে চাইছে ফেসবুক। যে সকল শিশুরা বাইরে যেতে পারছে না তাদের নিরাপত্তার জন্য যাতে সহজে সকলের সাথে যোগাযোগ রক্ষা করতে পারে সে উদ্দেশ্যেই ম্যাসেঞ্জারের এই বিশেষ সংস্করণটি চালু করা হয়েছে। শিশুরা এটিকে ম্যাসেঞ্জারের বিকল্প হিসেবে ব্যবহার করতে পারবে।
ফেসবুক কর্তৃপক্ষের ভাষ্যানুযায়ী, তারা ম্যাসেঞ্জারের এই সংস্করণের সাথে প্যারেন্টাল কন্ট্রোল যুক্ত করেছে যাতে শিশুদের অভিভাবকগণ তাদের অনলাইন কার্যক্রম নিয়ন্ত্রণ করতে পারেন। এতে বাবা-মাই শিশুদের জন্য উপযুক্ত বন্ধু নির্বাচন করে দিতে পারবেন। শিশুদের বন্ধু তৈরি ও বাতিল করা উভয় সুবিধাই এতে থাকবে।
এছাড়া অভিভাবকদের জন্যও বিশেষ ড্যাসবোর্ডের ব্যবস্থা থাকবে। তারা কন্টাক্ট এড ও ফলো করার সুবিধা পাবেন। বাবা-মা নিজেদের পছন্দমত অন্য শিশুর বাবা-মাদেরও গ্রুপ চ্যাটে যুক্ত করার অনুমতি দিতে পারবেন।
সর্বপ্রথম অনূর্ধ্ব ১৩ বছর বয়সীদের জন্য যুক্তরাষ্ট্রে এই ফিচারটি চালু করেছিল ফেসবুক।
সর্বপ্রথম অনূর্ধ্ব ১৩ বছর বয়সীদের জন্য যুক্তরাষ্ট্রে এই ফিচারটি চালু করেছিল ফেসবুক।
Messenger kids from facebook -ফেসবুক নিয়ে এল ম্যাসেঞ্জার কিডস
Reviewed by smrity computer
on
00:57
Rating:
