সারা বিশ্বে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবকে মাথায় রেখে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক কয়েকটি নতুন প্রতিক্রিয়া বা Reaction যুক্ত করছে। জানা গেছে এর মধ্যে একটি ‘Hug Reaction’ যেটিকে অনেকে ‘Care Reaction’ নামেও অভিহিত করছে। এই Reaction টির মাধ্যমে একজন ব্যবহারকারী অন্য ব্যবহারকারীর প্রতি সংহতি বা সহানুভূতি প্রকাশ করতে পারবেন।
বর্তমানে ফেসবুকের Reaction অপশনে Like, Love, Sad, Wow, Haha ও Angry অনুভূতি প্রকাশ করা যায়। কিন্তু নতুন এ Reaction বাটনটি সম্পূর্ণ আলাদা। এতে একটি Face বা মুখের ইমোজি Heart ইমোজিকে জড়িয়ে ধরে রেখেছে।
নতুন একটি ‘Heart Reaction’ফেসবুক ম্যাসেঞ্জার অ্যাপেও সংযোজিত হয়েছে। যা ইতোমধ্যেই বিশ্বের অনেক অঞ্চলে চালু করা হয়েছে। এ প্রতিক্রিয়াটি তৈরি করা হয়েছে একটি হৃদ স্পন্দনের আদলে।
একজন ফেসবুক ব্যবহারকারী তার ফেসবুক ম্যাসেঞ্জার থেকে অন্য ব্যবহারকারীকে প্রথমে একটি হার্ট পাঠালে তার ম্যাসেঞ্জারে নতুন এ প্রতিক্রিয়া বাটনটি চালু হয়ে যাবে। পরবর্তীতে সেই ইমোজিতে প্রেস করে ধরে রাখলে নিচ থেকে নতুন ইমোজিটি বাছাই করতে হবে। এছাড়াও রয়েছে ‘Flower Reaction’ যা মানুষ অন্যের প্রতি ভালবাসার প্রতীক হিসেবে উপহার দিয়ে থাকে।
ফেসবুকের যোগাযোগ বিভাগের ম্যানেজার আলেক্সান্দ্রু ভইসিয়ার একটি টুইটার বার্তায় জানা যায়, কোভিড-১৯ পরিস্থিতিতে এ কঠিন সময়ে ফেসবুক ব্যবহারকারীগণ যাতে অন্য ব্যবহারকারীগণের প্রতি বাড়তি সহানুভূতি প্রকাশ করতে পারেন সে উদ্দেশ্যেই ফেসবুক ও ম্যাসেঞ্জারে নতুন Reaction সংযোজন করা হয়েছে।
ফেসবুক কর্তৃপক্ষ আশা করছে যে, এ প্রতিক্রিয়াগুলো দিয়ে প্রাণঘাতী করোনা সঙ্কটে সকলে নিজেদের পরিবার ও বন্ধুদের প্রতি বাড়তি সমর্থন প্রকাশ করতে পারবে।
#HugReaction #fbnewreaction #flowerreaction #Carereaction
#HugReaction #fbnewreaction #flowerreaction #Carereaction
Facebook is adding a ‘hug’ reaction to care during the COVID-19 - ফেইসবুকে হাগ রিএকশান
Reviewed by smrity computer
on
21:29
Rating:
